পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে ১৯৮৯ সালে পরিবেশ অধিদপ্তর সৃষ্টি করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর মাধ্যমে পরিবেশ অধিদপ্তরকে পরিবেশ সুরক্ষা, পরিবেশগতমান উন্নয়ন ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য ক্ষমতা, কর্তৃত্ব ও দায়িত্ব অর্পণ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সদর কার্যালয় এবং ০৮ (আট) টি বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করে থাকে। বিভাগীয় দপ্তরসমূহ নিুরূপ ঃ
(১) ঢাকা বিভাগীয় কার্যালয়, ঢাকা;
(২) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম;
(৩) খুলনা বিভাগীয় কার্যালয়, খুলনা;
(৪) রাজশাহী বিভাগীয় কার্যালয়, বগুড়া;
(৫) সিলেট বিভাগীয় কার্যালয়, সিলেট
(৬) বরিশাল বিভাগীয় কার্যালয়, বরিশাল
(৭) রংপুর বিভাগীয় কার্যালয়, রংপুর এবং
(৮) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ।
পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়টি ঢাকা বিভাগীয় কার্যালয়ের অধিনে ২০১০ সাল থেকে অফিসের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস